বিনোদন, শিল্প ও সাহিত্য, সারাদেশ

অসাধারণ অনুভূতি নিয়ে লিখলেন গাজী মোঃ জহিরুল ইসলাম

%e0%a6%85%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a7%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a3-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%81%e0%a6%ad%e0%a7%82%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%96

👩ঝুমুর জীবনের গল্প
🗣️গাজী মোঃ জহিরুল ইসলাম
“””””””””””””'””””””'”””””””””””””””””””””””””””””””'””””””
প্রথম বাংলা ডেস্কঃ সত্যি বলতে সব জীবনের গল্প সবসময় সুখের হয়না, কিছু কিছু জীবনের গল্প বেদনায় ভরা থাকে। আমি একজনকে খুব কাছ থেকে জানি যার জীবনের গল্প টা সত্যি আমার কাছে অন্য রকম। ঝুমু আর আমি ডিগ্রিতে একসাথেই পড়াশোনা করতাম। সেই কলেজ জীবন থেকে আজ পযন্ত ঝুমুকে আমি খুব ভালো ভাবে জানি ও বুজি।

কলেজ জীবনে অন্য সকল মেয়েদের ছেয়ে ঝুমু সত্যি অসাধারণ ছিলো! প্রাণ চঞ্চল, ভাতৃত্ববোধ, মানবিকতার ও বড্ড মিশুক প্রকৃতির মেয়ে ছিল ঝুমুর। সবার সাথে সবসময় হাসিমুখে কথা বলতো, কলেজ ক্যাম্পাসে সবার সাথে সব সময় বন্ধুত্ব সুলভ এবং হাসিখুশি আচরণ অন্যদের তুলনায় ঝুমুই বেশি করত। দীর্ঘ এই পরিচয়ের সময়ের মাঝে তাকে কখনো গরিমা অহংকার কারো প্রতি ঘৃণা পোষণ করতে দেখিনি।

ঝুমু সব সময় হাসতে ভালবাসতো, সবার সাথে মিশতে ভালোবাসতো, সবার সাথে বন্ধুসুলভ আচরণ করতে ভালোবাসতো, ঝুমু প্রকৃত একজন উদার এবং চঞ্চল প্রকৃতির মেয়ে ছিলো। যে কিনা সকলকে দুঃখ ভুলিয়ে হাসি খুশি রাখার চেষ্টা করত! যে কিনা সকল সম্পর্ককে একই সুতায় গেঁথে রাখার অন্যতম মাধ্যম ছিলো।

কলেজ জীবনের দ্বিতীয় বর্ষের পরীক্ষর কয়েক মাস আগে প্রবাসী এক ভাইয়ের সাথে ঝুমুর খুব ধুমধাম করে বিয়ে হয়, এবং বিয়ের পরবর্তী সময় স্বামী সংসার নিয়ে খুব হাসি খুশি জীবন চলছিলো ঝুমুর।

হঠাৎ এক কালবৈশাখী ঝড় এসে ঝুমুর জীবনের সবকিছু লন্ডভন্ড করে দিল! সত্যি ঝুমু হয়তো মনের অজান্তেও কখনো ভাবেনি যে তার জীবন থেকে এইভাবে হারিয়ে যাবে তার সকল সুখ, হাসিখুশি, প্রাণ চঞ্চলতা, সে হয়তো এখন ভুলেই গিয়েছে আসলে সুখী সুন্দর পাঞ্চাঞ্চল জীবন কি? কত কষ্টের গল্পের মাঝে ঝুমুকে খুঝেপেত একমাত্র সুখের কেন্দ্রবিন্দু হিসেবে। আজ ঝুমু নিজেই ভুলেই গেছে সুখের গল্প কিভাবে করতে হয়! ঝুমু বলে ও এখন হাসতে ভুলে গেছে কিন্তু মাঝে মাঝে ওর মনের অজান্তেই চোখ দিয়ে পানি ঝরে সত্যি সবার জীবনের গল্প এক হয়না।

বিশেষ দ্রষ্টব্যঃ গল্পের ঝুমু নামটি সম্পন্ন কাল্পনিক।

0 Comments

dainikprothombangla

Reply your comment

Your email address will not be published. Required fields are marked*