শিশু কিশোর সংগঠন সংশপ্তক এর এক সাধারণ সভা গতকাল অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। সভাপতি – মোসলেম উদ্দিন হাওলাদার। সহ-সভাপতি – মোঃ রফিকুল ইসলাম কাঞ্চন, কাইয়ুম হোসেন, এম এ মান্নান মনির। সাধারণ সম্পাদক – ইমরান রাজন, যুগ্ম সাধারণ সম্পাদক – সোহেলী চৌধুরী, সাংগঠনিক সম্পাদক – চৌধুরী বাহাউদ্দিন মুরাদ, অর্থ সম্পাদক – অ্যাড. ফারজানা খানম নুপুর, সাহিত্য সম্পাদক – আফরোজা কণা, সাংস্কৃতিক সম্পাদক – সায়মা হাসিবা অপূর্ব, দপ্তর সম্পাদক – প্রিন্স মাহদ্বীন প্রিয়ান, প্রচার ও প্রকাশনা সম্পাদক – এম শাহীন আরেফিন, সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক – মোস্তাকিম বিল্লাহ, ক্রিড়া ও সমাজকল্যাণ সম্পাদক – মোঃ মাহাববু-উর-রহমান জব্বার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক – রিয়াজ রহমান। কার্যকরী সদস্য – হিরা ইসলাম, স্নেহা ইসলাম মিম, রোহানা ইসলাম ছোঁয়া, সাবেকুন নাহার রিভা, তানহা হাসানাত, তামিমুজ্জামান তামিম।