বিনোদন

সভাপতি পদে নির্বাচন করবেন ইলিয়াস কাঞ্চন

%e0%a6%b8%e0%a6%ad%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%aa%e0%a6%a6%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%ac%e0%a7%87

চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি পদে নির্বাচন করবেন বলে জানিয়েছেন চিত্রনায়িকা নিপুণ। অসংখ্য জনপ্রিয় সিনেমার এই নায়ক এর আগে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে। ফলে নির্বাচনী তফসিল ঘোষণার অপেক্ষা করছেন প্রার্থীশিল্পীরা। প্রতিদিন এফডিসিতে গিয়ে সাধারণ শিল্পীদের সঙ্গে তারা কথা বলছেন। নির্বাচনে অভিনেত্রী নিপুণ একটি প্যানেল দেবেন- এমন খবর শোনা গিয়েছিল। সেই প্যানেল থেকেই ইলিয়াস কাঞ্চন সভাপতি পদে নির্বাচন করবেন বলে জানা গেছে।

এ প্রসঙ্গে ইলিয়াস কাঞ্চনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমার কাছে ওরা এসেছিল। প্রস্তাব দিয়েছে। আলোচনা করে ভালো লেগেছে। তাদের ভাবনা ও সিনেমার দর্শন শিল্পীবান্ধব। তবে আমি এখনো নিশ্চিত করে কিছু জানাইনি। ৭ জানুয়ারি পর্যন্ত সময় নিয়েছি।’

এদিকে ইলিয়াস কাঞ্চন সভাপতি হলে, সাধারণ সম্পাদক পদে অভিনেত্রী নিপুণ নির্বাচন করবেন। এ প্রসঙ্গে নিপুণ বলেন, ‘আমরা একটি মজবুত নেতৃত্ব নিয়ে আসতে চাই চলচ্চিত্র শিল্পীদের জন্য। সেই ভাবনায় ইলিয়াস কাঞ্চন সাহেব আমাদের যোগ্য অভিভাবক হবেন। তাকে পেলে আমরা অনুজরা সাহস পাবো। অনেক কিছু করতে পারবো বলে আশা রাখি। তাই সবাই মিলে তার কাছে গিয়েছিলাম, অনুরোধ করেছি। তিনি রাজি হয়েছেন। সম্পূর্ণ প্যানেল ঠিক হওয়ার পর আনুষ্ঠানিকভাবে জানাবো।’

0 Comments

dainikprothombangla

Reply your comment

Your email address will not be published. Required fields are marked*