খেলা, জাতীয়, লিড নিউজ, সারাদেশ

টিম ক্রিকেট এসএসসি ০৪ এইচএসসি ০৬ এর ”স্বাধীনতার সুবর্ণজয়ন্তী কাপ ক্রিকেট লীগ-২০২২ এর সিজন-৬, শুরু ৪ ফেব্রুয়ারী

%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%ae-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87%e0%a6%9f-%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%b8%e0%a6%bf-%e0%a7%a6%e0%a7%aa-%e0%a6%8f%e0%a6%87%e0%a6%9a

প্রথম বাংলা রিপোর্ট, ঢাকাঃ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ব্যাচ ভিত্তিক গ্রুপ এসএসসি ০৪ এইচএসসি ০৬ এর ‘টিম ক্রিকেট’ আয়োজিত সিজন-৬ এর টুর্নামেন্ট শুরু আগামী ৪ ফেব্রুয়ারী। টুর্নামেন্ট উপলক্ষে থাকছে এবার বর্ণিল আয়োজন৷ গনতান্ত্রিক প্রক্রিয়ায় ব্যালটের ভোটের মাধ্যমে সিজন- ৬ এর নির্বাচন হয়। এতে ৭টি দলের ৭ জন ক্যাপ্টেন হওয়ার প্রতিযোগিতায় ফাইনালে বিজয়ী ক্যাপ্টেন সরাসরি পরবর্তী সিজনের ক্যাপ্টেন্সি করার যোগ্যতা অর্জন করে আর বাকি ৬ টি অধিনায়ক পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করে ৯ জন প্রার্থী। ৯৮ জন রেজিস্টার্ড প্লেয়ারের মধ্যে ৮৫ জন ভোটাধিকার প্রদান করে তার মধ্যে ১ টি ভোট বাতিল হয়। ৮৪ ভোটের মধ্যে মধ্যে শেখ সাদী বাপ্পি সর্বোচ্চ ৭৬ ভোট, পারভেজ হোসেন ৭০, হাসান মাহমুদ সুজন ৭০, সিরাজুল ইসলাম ৬২, ফয়সাল বিন আলম ৫৭, বিল্লাল হোসেন ৫৩ ভোট পেয়ে ক্যাপ্টেন নির্বাচিত হম। তাছাড়া সাইফ সাইমুন ৫৩(স্বেচ্ছায় সমভোট প্রাপ্তকে ছাড় দিয়ে দেয়), আজিজুর রহমান আজিজ ৫০, হাসিব উদ্দিন সীমান্ত ৪৮ আর জাকারিয়া সরকার ৪১ ভোট পায়৷ খেলার নিয়মানুযায়ী বিগত সিরিজের চ্যাম্পিয়ন পরবর্তী সিরিজে সরাসরি ক্যাপ্টেন্সি করবে বিদায় সেই ফলাফলে জাকারিয়া সরকার সিজন-৬ ক্যাপ্টেন মনোনিত হয়।

অকশনঃ ঢাকার মগবাজারের অভিজাত রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারে গত শুক্রবার খেলোয়াড় নিলাম প্রক্রিয়া সম্পন্ন হয়৷ এতে ৭ ক্যাপ্টেন তাদের ১৩ জন করে খেলোয়াড় ক্রয় করে দল গঠন করে৷ আগামী ২৮ জানুয়ারী সিজন-৬ এর জার্সি ও ট্রফি উম্মোচনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছে৷ এবারের টুর্নামেন্টে টাইটেল স্পন্সর হিসাবে আছে জনশক্তি রপ্তানীর স্বনামধন্য প্রতিষ্ঠান বাংলাদেশ এক্সপোর্ট কর্পোরেশন ও তার ব্যবস্থাপনা পরিচালক জনাব, মোহাম্মদ হাসান, পাওয়ার্ড বাই স্পন্সর হিসাবে উত্তরা সোনারগাও জনপথ রোডে অবস্থিত ট্রান্সপোর্ট, রেস্টুরেন্ট, কন্সট্রাকশন, টুরিজম ও হসফিটালি ম্যানেজমেন্টে দেশের অন্যতম প্রতিষ্ঠান ‘কনভয় সার্ভিস’, কো-স্পন্সর হিসাবে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে সুচিকিৎসার জন্য রোগিদের জন্য একমাত্র গাইডলাইন প্রতিষ্ঠান ‘আয়াত মেডিকেল’, যমুনা ফিউচার পার্ক ও বসুন্ধরায় অবস্থিত গৌরব জুয়েলার্স, গাজিপুরের টঙ্গীতে মোল্লা প্লাজায় অবস্থিত ন্যাশনাল ড্রাগ হাউজ ও বেবী জোন শপ, ডেন্টিস্ট ডাক্তার শিমুলের তত্বাবধানে পরিচালিত ‘এভরিডে ডেন্টাল কেয়ার, মিরপুরে-১০ এ বহুল পরিচিত গার্মেন্টস আইটেম ব্র‍্যান্ড প্রতিষ্ঠান Stellar, চকবাজারে সিরাজুল ইসলাম পরিচালিত অনলাইনে জনপ্রিয় শপ এসএল বিডি কসমেটিক্স, এছাড়াও আরো অন্যান্য প্রতিষ্ঠান রয়েছে৷ মিডিয়া পার্টনার হিসাবেঃ প্রিন্ট মিডিয়ায়ায় বি-বার্তা, গনকণ্ঠ পত্রিকা, আমাদের সময় ও ইলেকট্রনিক মিডিয়ায় জাগরন টিভি, ৭১ টিভি ও টি-স্পোর্টস(আলোচনা চলমান)। আয়োজক কমিটির পক্ষে মোঃ ইকরামুল হক বলেন, সারাদেশ ও দেশের বাহিরের বন্ধুবান্ধবদের এই ফ্ল্যাটফর্মে আমরা সবাই মিলে একটা পরিবার। সেই পরিবার নিয়ে বিনোদনের অংশ হিসাবে আমাদের এই খেলার আয়োজন। আগামী ৪ ফেব্রুয়ারী থেকে আশিয়ান সিটি মাঠ, কাওলা-তে আমাদের সিজন-৬ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী কাপ ক্রিকেট টুর্নামেন্ট উদ্ভোধনী খেলায় ব্যাচের বন্ধুবান্ধব, তাদের পরিবার ও সকল শ্রেনীর মানুষকে আমন্ত্রণ করা হলো।

0 Comments

dainikprothombangla

Reply your comment

Your email address will not be published. Required fields are marked*