প্রথম বাংলা ডেস্কঃ PASSWORD PLUS🔴 Presents-
’04’HPL_T-20, 4 TEAM A CUP (9th Edition)
গত ১০ই ডিসেম্বর অনুষ্ঠিত সুপার নকআউট ভিত্তিক এই টুর্নামেন্টে “স্পার্টন্স ওয়ারিয়রস “ডাক্তার শিমুল একাদশ” ৭ উইকেটে ’04’HPL-RED “রাকিব একাদশকে” পরাজিত করে ফাইনালে উত্তীর্ণ হয়েছে। টসে জিতে প্রথমে ব্যাটিং করে “রাকিব একাদশ” নির্ধারিত বিশ(২০) ওভারে নয় (৯) উইকেটের বিনিময়ে ২১৬ রান সংগ্রহ করে। জবাবে তিন উইকেট হারিয়ে এই বিশাল রান তাড়া করে “ডাক্তার শিমুল একাদশ” মাত্র ১৬.৪ ওভারে জিতে যায়। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন মাহিন এবং ম্যান অফ দ্যা ম্যাচ পুরস্কারে ভূষিত হনও মাহিন। দিনের প্রথম খেলায় “আরিফিন একাদশ” জয়ী হয়ে ফাইনালে উত্তীর্ণ হয়। আগামী ১৭ তারিখ বেগুন টিলা ক্রিকেট একাডেমি মাঠে “ডাক্তার শিমুল একাদশ” বনাম “আরিফিন একাদশ” এর মধ্যকার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ফাইনাল খেলাটি শুরু হবে সকাল ৮.০০ টায় এবং ৩০ ওভার ফরমেটের। উক্ত খেলা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানানো হচ্ছে।
এক ফাঁকে ফাইনালে উঠা দুই অধিনায়কের কাছে জানতে চাওয়া হলে উভয় অধিনায়ক বলেন, ক্রিকেট টুর্নামেন্ট করে খেলাধুলা করি এবং তা দীর্ঘদিন ধরেই। নিঃসন্দেহে এটি ক্রিকেটের একটি বড় আসর বন্ধুদের জন্য এবং এতে করে শরীর স্বাস্থ্য মন যেমন ভালো থাকে তেমনি ব্যাচ ভিত্তিক গ্রুপ এস এস সি ২০০৪ হার্টস এর বন্ধুদের মধ্যে অত্যন্ত ভালো সুদৃঢ় এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়।