প্রথম বাংলা ডেস্ক: স্বতন্ত্র সংসদ সদস্যদের সঙ্গে সাক্ষাতে বসবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে আমন্ত্রণ পেয়েছেন নির্বাচিত ৬২ সংসদ সদস্য জানিয়েছেন।
আগামী রোববার (২৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে স্বতন্ত্র সংসদ সদস্যদের আমন্ত্রণ জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (২৪ জানুয়ারি) আওয়ামী লীগ দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬২ জন স্বতন্ত্র সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
এদের অধিকাংশই আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা। আগামী ৩০ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে।